খামারগুরু

  • উন্নত জাতের গরু নির্বাচন
  • সঠিক বয়সের গরু নির্বাচন
  • গরুর ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • খাদ্য প্রস্তুতকরণ
  • গরুর ওজন অনুযায়ী খাদ্য সরবরাহ হালনাগাদ করণ
  • গরুর প্রধান প্রধান রোগ
  • গরুকে কৃমিমুক্তকরণ ও টিকা প্রদান
  • আনুষঙ্গিক

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

বাংলাদেশের আবহাওয়ায় সর্বোচ্চ সহনশীল ও বর্ধনশীল গরুর জাত হতে গরু নির্বাচন করতে পারেন। উল্লেখযোগ্য কিছু গরুর জাত এখানে উপস্থাপন করা হল​।

রেড চিটাগাং ক্যাটেল (আর সি সি)
চোখের ভ্রু ও মাজল (মুখের উপরাংশ) লাল, হলুদাভ লাল বা লালচে রংয়ের হবে
ক্ষুর, লেজের চুল ও শিং লালচে রংয়ের হবে
সমস্ত শরীরও লালচে রংয়ের হবে

পাবনা গরু
চোখের ভ্রু এর চারপাশ ও মাজল (মুখের উপরাংশ) কালো রংয়ের হবে
ক্ষুর, লেজের চুল ও শিং এই অংশগুলো কালো রংয়ের হবে
ঘাড়ে, গলায় ও পায়ে কালো রংয়ের প্রলেপ থাকবে
বাকি সমস্ত শরীর লাল বা ধূসর লাল রংয়ের হবে

মুন্সিগঞ্জ জাতের গরু
চোখের ভ্রু এর চারপাশ, মাজল (মুখের উপরাংশ), ক্ষুর, লেজের চুল ও শিং সাদাটে বা ঈষৎ লাল হবে
শরীরের প্রায় সমস্ত অংশই সাদা রংয়ের
তবে কিছু কিছু অংশে কাজলা রংয়ের ছোপ থাকতে পারে

উত্তর বঙ্গের ধূসর গাভী
চোখের ভ্রু এর চারপাশ, মাজল (মুখের উপরাংশ), ক্ষুর ও লেজের চুল কালো রংয়ের হয়
মেরুদন্ড বরাবর কালো আভা বা দাগ থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে ষাড় গরুর কুজের ও ঘাড়ের অংশে কালো আভা দেখা দেয়
শরীরের রং ধূসর থেকে গাঢ় ধূসর অথবা হালকা ধূসর থেকে সাদাটে রংয়ের হয়

অথবা, দেশী আবহাওয়ায় টিকে থাকতে পারে এমন সংকর জাতের গরু নির্বাচন করতে পারেন। এরকম সংকর জাতের গরুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফ্রিজিয়ান ক্রস।