খামারগুরু

  • উপযুক্ত ছাগল নির্বাচন
  • সঠিক পরিকল্পনা প্রণয়ন
  • ছাগলের বাসস্থান নির্মান
  • ছাগলের ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • ছাগলের খাদ্যের পরিমান নির্ণয়
  • খাদ্য ব্যবস্থাপনারআনুষঙ্গিক
  • বয়সভিত্তিক পরিচর্যা
  • ছাগলের বিভিন্ন রোগ (লক্ষণ ও চিকিৎসা)
  • টিকা ব্যস্থাপনা
  • বিক্রয়

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

বাংলাদেশের আবহাওয়ায় পালনের উপযোগি ছাগলের জাত

ব্লাক বেঙ্গল ছাগল
যমুনাপাড়ি ছাগল অথবা
বোয়ার ছাগল
ব্লাক বেঙ্গল ছাগল
সাধারণত কালো রংয়ের হয়, তবে সাদা, কালো ও বাদামি রংয়ের মিশ্রনও হতে পারে
গায়ের লোম মসৃণ ও পা’গুলো ছোট হয়
শিং ও কান ছোট ও খাড়া হয়
ছয় মাস বয়সি ছাগলের শরীরের দৈর্ঘ্য হয় ১ ফুট ৪ ইঞ্চি এবং ওজন হয় গড়ে ১২ কেজি
এক বছর বয়সে ওজন হয় ২০-২৪ কেজি

ব্লাক বেঙ্গল খাসি

ছাগীর শিং ছোট ও খাড়া হয়
বুকের হাড় ফাঁকা ফাঁকা হবে এবং বুক ও পেটের বেড় বড় হবে
শরীর হবে সামনের থেকে পিছনের দিকে চওড়া হয়ে গোলাকার

ব্লাক বেঙ্গল ছাগী

পাঠার শিং পিছনের দিকে বাঁকানো থাকবে
ঘাড় হবে মোটা ও খাটো
বুক ও পিঠ হবে চওড়া
অন্ডকোষ শরীরের তুলনায় সামঞ্জস্যপূর্ণ হবে

ব্লাক বেঙ্গল পাঠা

যমুনাপাড়ি ছাগল
শরীরের রংয়ে সাদা, কালো, বাদামীসহ বিভিন্ন রংয়ের মিশ্রন থাকে
মাথা ও ঘাড়ে বাদামী রংয়ের প্রলেপ থাকে
মুখের ধরণ হয় তোতা পাখির মত
কান হয় নিচের দিকে ঝুলানো ও লম্বা
লেজ ও শিং ছোট ও বাঁকানো হয়
পাগুলো লম্বা হয় এবং পেছনের পায়ে লম্বা লোম থাকে
দেড় থেকে দুই বছর বয়সে এদের ওজন ৪০ কেজির উপরে হয়

যমুনাপাড়ি খাসি

যমুনাপাড়ি ছাগী

যমুনাপাড়ি পাঠা