খামারগুরু

  • মহিষের খামার কেন করবেন?
  • মহিষের জাত পরিচিত
  • মহিষের বাসস্থান নির্মাণ
  • মহিষ হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে করণীয়
  • ওজন ক্যালকুলেটরের মাধ্যমে মহিষের ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • মহিষের খাদ্য সরবরাহ
  • খাদ্য-পানি সরবরাহ প্রক্রিয়া
  • মহিষের চারিত্রিক বৈশিষ্টাবলী ও প্রজনন
  • মহিষের প্রধান প্রধান রোগ ও চিকিৎসা
  • রোগ প্রতিরোধে করণীয়

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

রোগ প্রতিরোধে করণীয় বিষয়সমুহ

প্রত্যেকটি মহিষকে ছয় মাস পর পর অথবা বছরে অন্তত একবার কৃমিনাশক দিতে হবে
মাসে একবার ০.৫% ম্যালাথিয়ন মিশ্রিত পানি দিয়ে গোসল করালে বহিঃপরজীবী দমন হয়
বাংলাদেশে গলা ফুলা, ক্ষুরা, বাদলা, তড়কা- এই রোগগুলোর প্রাদুর্ভাব বেশি
রোগ প্রতিরোধের জন্য সঠিক সময়ে প্রতিটি মহিষকে টিকা প্রদান করতে হবে
টিকা প্রদানের ছক


রোগের নাম টিকা দেয়ার সময়
প্রথম ডোজ পরবর্তী ডোজ
ক্ষুরা/এফএমডি ১.৫ মাস বয়সে প্রতি ছয় মাস অন্তর
তড়কা/অ্যানথ্রাক্স ৬ মাস বয়সে বছরে একবার
বাদলা/ ব্লাক কোয়ার্টার ৬ মাস বয়সে বছরে একবার (দুই বছর অব্দি)
গলা ফোলা ৬ মাস বয়সে বছরে একবার
হেমোরহেজিক সেপটসেমিয়া ৬ মাস বয়সে বছরে একবার

এছাড়া যে কোন রোগে আক্রান্ত হলে দ্রুততর সময়ের মধ্যে নিকটস্থ প্রাণীসম্পদ কর্মকর্তা/চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে হবে।