খামারগুরু

  • উপযুক্ত ছাগল নির্বাচন
  • সঠিক পরিকল্পনা প্রণয়ন
  • ছাগলের বাসস্থান নির্মান
  • ছাগলের ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • ছাগলের খাদ্যের পরিমান নির্ণয়
  • খাদ্য ব্যবস্থাপনার আনুষঙ্গিক
  • বয়সভিত্তিক পরিচর্যা
  • ছাগলের বিভিন্ন রোগ (লক্ষণ ও চিকিৎসা)
  • টিকা ব্যস্থাপনা
  • বিক্রয়

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

এক লিটার মিল্ক রিপ্লেসার বানাতে প্রয়োজন হবে
উপকরণ পরিমান (কেজি/শতাংশ)
গুড়া দুধ ৭০ গ্রাম
চাল/গম/ভুট্টার গুড়া (পাউডার) ২০ গ্রাম
সয়াবিন তৈল ০৭ মি:লি:
লবন ০১ গ্রাম
ডিসিপি ১.৫ গ্রাম
ভিটামিন মিনারেল প্রিমিক্স ০.৫ গ্রাম
মোট এক (০১) লিটার/১০০০ মি:লি: মিল্ক রিপ্লেসার

১০০ মি:লি: মিল্ক রিপ্লেসার ৯০০ মি:লি: পানির সাথে মিশিয়ে (অনুপাত ১:৯) কমপক্ষে পাঁচ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে (অর্থাৎ কুসুম কুসুম গরম; তাপমাত্রা ৪০° সে:) ছাগল ছানাকে খাওয়াতে হবে।

অথবা খাবার ক্যালকুলেটর সাহায্য নিন

পুষ্টিকর দানাদার খাবার মিশ্রণ প্রস্তুত পদ্ধতি
উপকরণ পরিমান (কেজি/শতাংশ)
গমের ভুষি/কুড়া ৩৫
ভুট্টা/চাল/গমের গুড়া ২২
খেশারী/মাসকালাই ২০
সয়াবিন/তিল/সরিষা খৈল ১০
তিলের খৈল ১০
ডিসিপি ১.৫
লবন ১
ভিটামিন মিনারেল প্রিমিক্স ০.৫
মোট ১০০
অথবা রেশন ক্যালকুলেটর সাহায্য নিন