খামারগুরু

  • উপযুক্ত ছাগল নির্বাচন
  • সঠিক পরিকল্পনা প্রণয়ন
  • ছাগলের বাসস্থান নির্মান
  • ছাগলের ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • ছাগলের খাদ্যের পরিমান নির্ণয়
  • খাদ্য ব্যবস্থাপনার আনুষঙ্গিক
  • বয়সভিত্তিক পরিচর্যা
  • ছাগলের বিভিন্ন রোগ (লক্ষণ ও চিকিৎসা)
  • টিকা ব্যস্থাপনা
  • বিক্রয়

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

টিকা প্রদানের ছক


রোগের নাম টিকা দেয়ার সময় মাত্রা
পিপিআর ২-৩ মাসে ১ম ডোজ তিন বছরে একবার
গোটপক্স ৪র্থ মাসে ১ম ডোজ প্রতিবছর ডিসেম্বর মাসে একবার
ক্ষুরা রোগ (এফএমডি) ২-৩ মাসে ১ম ডোজ বছর দুইবার (মার্চ ও সেপ্টেম্বর মাস)
এ্যানথ্রাক্স/তড়কা ৬ষ্ঠ মাসে ১ম ডোজ বছর একবার (মে-জুন)
এন্টারোটক্সিমিয়া প্রথম সপ্তাহে ও ২-৩ মাসে ১ম ডোজ (যদি মায়ের ভ্যাকসিন না দেয়া থাকে) উভয় ক্ষেত্রে ১৫ দিন পর বুস্টার ডোজ দিতে হবে

প্রত্যেকটি ছাগলকে অবশ্যই পি পি আর ভ্যাক্সিন দিতে হবে।


এছাড়া যে কোন রোগে আক্রান্ত হলে দ্রুততর সময়ের মধ্যে নিকটস্থ ভেটেরিনারিয়ান (প্রাণিচিকিৎসক) এর কাছ থেকে চিকিৎসা নিতে হবে।


প্রসবকালীন সাবধানতা
গর্ভবতী ছাগীকে প্রথম মাসে এবং প্রসবের (গর্ভকালীন সময় ১৪২-১৫৮ দিন) সম্ভাব্য দুই সপ্তাহ আগে ১-১.৫ মি:লি: ভিটামিন এ ডি এবং ই; ইনজেকশন দিতে হবে
প্রসবের পূর্বে ও পরে ছাগীর পিছনের অংশ ও ওলান (প্রসবের পর জরায়ু) পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ০.৫-১.০% দ্রবন দিয়ে ধুয়ে দিতে হবে এবং প্রসবের পর নাভির কাটা অংশে টিংচার আয়োডিন লাগিয়ে দিতে হবে
প্রসবের পর ফুল না পড়লে (প্রতি ১০ কেজির জন্য ১-২ মি:লি: অর্থাৎ ২০ কেজি ওজনের একটি ছাগীর জন্য ৪ মি:লি) অক্সিটসিন ইনজেকশন দিতে হবে
অন্যান্য
প্রজননশীল পাঠাকে বছরে দুইবার ১-১.৫ মি:লি: ভিটামিন এ ডি এবং ই; ইনজেকশন দিতে হবে
প্রতি মাসে একবার সব ছাগলকে ০.৫% ম্যালাথাইন দ্রবনে (২০০ লিটার পানিতে ১ লিটার ম্যালাথিয়ন) চুবিয়ে জীবানুমুক্ত করতে হবে
বর্ষার শুরুতে ও শীতের শেষে সব ছাগলকে কৃমিনাশক খাওয়াতে হবে