খামারগুরু

  • দেশী মুরগির জাত চেনা
  • বানিজ্যিক খামার নির্মাণে করণীয়
  • আলোক ব্যবস্থাপনা
  • বাচ্চা সংগ্রহ ও পরিবহন
  • বাচ্চা পালনে করনীয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • খাদ্য ও পানি ব্যবস্থাপনা
  • মুরগির প্রধান প্রধান রোগ
  • টিকাদান কর্মসূচি
  • আনুষঙ্গিক

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

দেশী মুরগির জাত চেনা

মাংস উৎপাদনের জন্য দেশী জাতের মুরগিগুলোর মধ্যে হিলি জাতের মুরগি সবচেয়ে ভাল।

হিলি জাতের মুরগির বৈশিষ্ট্য
পালকের রং সাদার মধ্যে কালো রংয়ের ছোপ ছোপ দাগ থাকবে
চামড়ার রং হবে সাদা
ঝুটির রং হবে লাল এবং ধরণ হবে এরকম
কানের লতি হবে সাদা অথবা লাল অথবা এই দুইয়ের মিশ্রণ
পায়ের নলা হবে পালকহীন ও রং হবে সাদাটে, হলুদ অথবা কালো রংয়েরও হতে পারে
৮ সপ্তাহে বা ২ মাসে ওজন হয় ৬৭০-৭২০ গ্রাম

হিলি মোরগ

হিলি মোরগ

হিলি মুরগি

হিলি মুরগি

ডিম উৎপাদনের জন্য দেশী জাতের মুরগিগুলোর মধ্যে গলাছিলা ও সাধারণ দেশি জাতের মুরগিই ভাল।

গলাছিলা জাতের মুরগির বৈশিষ্ট্য
এ জাতের মুরগির অনন্য বৈশিষ্ট্য্য হচ্ছে গলায় কোন লোম না থাকা
পালকের রং হবে কালো অথবা লালচে কালো
চামড়ার রং হবে হলদে
ঝুটির রং হবে লাল বা বাদামী এবং ধরণ হবে এরকম
কানের লতি হবে লাল অথবা লাল ও সাদার মিশ্রণ
পায়ের নলা হবে হলুদ, কালো ও সাদা রংয়েরও হতে পারে
ডিমের খোসার রং হবে হালকা বাদামী
৮ সপ্তাহে বা ২ মাসে ওজন হয় ৫৮০-৬৩০ গ্রাম
বাৎসরিক ডিম উৎপাদন ক্ষমতা ১৭০-১৮০ টি

গলাছিলা মোরগ

গলাছিলা মোরগ

গলাছিলা মুরগি

গলাছিলা মুরগি



সাধারণ দেশি জাতের মুরগির বৈশিষ্ট্য
পালকের রং হবে লালচে কালো বা লালচে বাদামী
চামড়ার রং হবে সাদা
ঝুটির রং হবে লাল, বাদামী বা ধূসর
কানের লতি হবে সাদা অথবা লাল অথবা এই দুইয়ের মিশ্রণ
পায়ের নলা হবে পালকহীন ও রং হবে সাদাটে, কালো রংয়েরও হতে পারে
৮ সপ্তাহে বা ২ মাসে ওজন হয় ৫৫০-৬২০ গ্রাম
বাৎসরিক ডিম উৎপাদন ক্ষমতা ১৫০-১৬০ টি

দেশি মোরগ

দেশি মোরগ

দেশি মুরগি

দেশি মুরগি