খামারগুরু

  • উন্নত জাতের গরু নির্বাচন
  • সঠিক বয়সের গরু নির্বাচন
  • গরুর ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • খাদ্য প্রস্তুতকরণ
  • গরুর ওজন অনুযায়ী খাদ্য সরবরাহ হালনাগাদ করণ
  • গরুর প্রধান প্রধান রোগ
  • গরুকে কৃমিমুক্তকরণ ও টিকা প্রদান
  • আনুষঙ্গিক

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি
গরুর ঘর তৈরি
গরুর ঘর হতে হবে উত্তর-দক্ষিণমুখী অর্থাৎ গরুর মুখ উত্তর বা দক্ষিণ দিকে থাকবে
স্থান, পরিবেশ ও নিজ সুবিধা বিবেচনায় রেখে এক সারি বা দুই সারিতে ঘর নির্মাণ করতে পারেন

একটি গরুর জন্য প্রয়োজনীয় স্থান

দাড়ানোর স্থানঃ দৈর্ঘ্য= ৫.৫-৬ ফুট, প্রস্থ= ৩.৫-৪ ফুট
খাবার দেয়ার স্থানঃ ২-২.৫ ফুট
গোবর/ মলমুত্র যাবার নালাঃ ১ ফুট
খাদ্য সরবরাহের পথঃ অন্তর্মুখী ৬ ফুট, বহিমুর্খী ৪ ফুট
>চলাচলের পথঃ অন্তর্মুখী ৫ ফুট, বহিমুর্খী ৬ ফুট
এবার প্রয়োজন অনুযায়ী নিজেই এক/ একাধিক প্রাণীর জন্য হিসেব করে ঘর নির্মাণ করুন
একমুখী ঘর
বহির্মুখী ঘর
অন্তর্মুখী ঘর