খামারগুরু

  • উন্নত জাতের গরু নির্বাচন
  • সঠিক বয়সের গরু নির্বাচন
  • গরুর ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • খাদ্য প্রস্তুতকরণ
  • গরুর ওজন অনুযায়ী খাদ্য সরবরাহ হালনাগাদ করণ
  • গরুর প্রধান প্রধান রোগ
  • গরুকে কৃমিমুক্তকরণ ও টিকা প্রদান
  • আনুষঙ্গিক

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

প্রাণীকে খাদ্য ব্যবস্থাপনায় আনার পূর্বে কৃমিনাশক ওষুধ খাওয়ান বা ইনজেকশন দিন
প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ২০ মিলিগ্রাম ওষুধের প্রয়োজন হয়
স্থানীয় বাজার থেকে পরিমিত পরিমান ঔষধ ক্রয় করে নিন
ক্ষুড়া (এফএমডি), তড়কা (অ্যানথ্রাক্স) ও বাদলা (ব্লাক কোয়ার্টার) রোগের টিকা না দেয়া থাকলে টিকা দিয়ে নেয়া উচিৎ

টিকা প্রদানের ছক


রোগের নাম টিকা দেয়ার সময়
প্রথম ডোজ পপরবর্তী ডোজ
ক্ষুরা/এফএমডি ১.৫ মাস বয়সে প্রতি ছয় মাস অন্তর
তড়কা/অ্যানথ্রাক্স ৬ মাস বয়সে বছরে একবার
বাদলা/ ব্লাক কোয়ার্টার ৬ মাস বয়সে বছরে একবার (দুই বছর অব্দি)

এছাড়া যে কোন রোগে আক্রান্ত হলে দ্রুততর সময়ের মধ্যে নিকটস্থ প্রাণীসম্পদ কর্মকর্তা/চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে হবে।


ঔষধের ধরণ

ইনজেকশন পদ্ধতি