খামারগুরু

  • দেশী মুরগির জাত চেনা
  • বানিজ্যিক খামার নির্মাণে করণীয়
  • আলোক ব্যবস্থাপনা
  • বাচ্চা সংগ্রহ ও পরিবহন
  • বাচ্চা পালনে করনীয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • খাদ্য ও পানি ব্যবস্থাপনা
  • মুরগির প্রধান প্রধান রোগ
  • টিকাদান কর্মসূচি
  • আনুষঙ্গিক

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

বাচ্চা পালনে প্রথম ও প্রধাণ করণীয় হচ্ছে ১-৪ সপ্তাহ বাচ্চাকে ব্রুড করা বা তাপ দেয়া।

খামারে বাচ্চা উঠানোর আগে করণীয়
বাচ্চা উঠানোর ১০-১২ দিন পুর্বেই খামারের ভিতরে ও বাইরে (চারপাশে ৫-৬ ফুট) উপযুক্ত উপায়ে জীবানুনাশক দ্বারা জীবানুমুক্ত করতে হবে। এসময় পুরাতন লিটার খামার থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে ফেলতে হবে
পরিস্কার করার পর খামারের ভিতরে ও বাইরে ব্লিচিং পাউডার ছিটাতে হবে
ব্লিচিং পাউডার ছিটানোর ৩-৪ দিন পর খামারের ভিতরে ও বাইরে ফরমালিন স্প্রে করতে হবে
বাচ্চা উঠানোর ৬ দিন পুর্বেই প্রয়োজনীয় সকল জিনিসপত্র জীবানমুক্ত ও শুষ্ক করে ঘরে উঠাতে হবে
বাচ্চা উঠানোর ১ দিন পূর্বে ব্রুডারে তূষ বিছিয়ে জীবানুনাশক স্প্রে করতে হবে, তুষ গরম করার ব্যবস্থা করতে হবে
ঘরের পর্দার উপরের অংশ ৬-১২” পরিমান খোলা রাখতে হবে
হোভার, ব্রুডার গার্ড বা চিকগার্ড, হিটার ও পানির পাত্র, থার্মোমিটার, হাইগ্রোমিটার, বালতি, মগ, বেলচা, ওজন মাপার যন্ত্র, স্প্রেয়ার, তুষ, কাগজ, জীবানুমুক্ত করতে হবে

ফরমালিন স্প্রে করন

হোভার

হাইগ্রোমিটার

বাচ্চা উঠানোর দিন থেকে করণীয়
গোলাকার চিকগার্ডের লিটারের উপর কাগজ বিছিয়ে দিতে হবে এবং হোভার চিকগার্ডের ঠিক মাঝখানে রাখতে হবে
চিকগার্ডের উচ্চতা হবে ২০-২৮ ইঞ্চি; এটি হার্ডবোর্ড, টিন, প্লাস্টিক বা এজাতীয় জিনিস দিয়ে তৈরি করা যাবে
বাচ্চা ছাড়ার ৬ ঘন্টা পূর্বে ব্রুডারের তাপমাত্রা ৩৫০ সেঃ এ আনতে হবে এবং ২-৩ ঘন্টা পূর্বে প্রতি লিটার পানিতে ২৫ গ্রাম গ্লুকোজ মিশিয়ে হোবার থেকে দূরে সাজিয়ে দিতে হবে
দূরবর্তী স্থান থেকে বাচ্চা আনলে বাচ্চা ব্রুডারে ছাড়ার পূর্বে গ্লুকোজের পানিতে ঠোট চুবিয়ে নিতে হবে এবং বাচ্চা ঘরে আনার পর দ্রুত চিকগার্ডের ভিতর ছেড়ে দিতে হবে
হোভারের মাপের উপর নির্ভর করে চিকগার্ড স্থাপন করতে হবে এবং চিকগার্ডের ভিতরে হোভার থেকে ২-৩ ফুট দূরত্বে তারের জালের বেষ্টনি দিতে হবে
হোভার ৩-৮ ফুট ও চিকগার্ড ৯-১০ ফুট ব্যসের হতে পারে
প্রথমদিন প্রতিটি বাচ্চার জন্য ০.২ বর্গফুট জায়গা প্রয়োজন হয়। এই হিসেবে ১০ ফুট ব্যসের একটি চিকগার্ডে ৪০০ টি বাচ্চা রাখা যাবে এবং ৫ ফুট ব্যসের একটি চিকগার্ডে ১০০ টি বাচ্চা রাখা যাবে
বাচ্চা উঠানোর পর প্রতিদিন একবার ঘরের চারপাশে ৫% ফরমালিন দ্বারা স্প্রে করতে হবে
বাচ্চার ঘরের আদ্রতা ১ম সপ্তাহে থেকে ৪র্থ সপ্তাহ অব্দি ৫৫-৬০% এবং পরবর্তী সপ্তাহ থেকে শেষ সপ্তাহ অব্দি ৬০-৭০% বজায় রাখতে হবে। আদ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হাইগ্রোমিটার
শীতকালে ৩-৪ সপ্তাহ এবং গরমকালে ২-৩ সপ্তাহ বাচ্চাকে ব্রুডিং বা তাপ দিতে হয়

চিকগার্ড ১

চিকগার্ড ২

চিকগার্ড ৩

উপযুক্ত মাত্রায় তাপ সরবরাহ হয়েছে কিনা তা বোঝার উপায়
প্রথম ৭ দিন শেষে বাচ্চার মৃত্যুর হার হবে ৫ শতাংশের কম
প্রথম ৭ দিন শেষে বাচ্চার দৈহিক গড় ওজন হবে প্রথম দিনের ৪.৫ গুণ অর্থাৎ ১৩৫-১৪৫ গ্রাম
একসাথে রাখা সব বাচ্চার ওজন প্রায় সমান হব