খামারগুরু

  • উন্নত জাতের গরু নির্বাচন
  • সঠিক বয়সের গরু নির্বাচন
  • গরুর ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • খাদ্য প্রস্তুতকরণ
  • গরুর ওজন অনুযায়ী খাদ্য সরবরাহ হালনাগাদ করণ
  • গরুর প্রধান প্রধান রোগ
  • গরুকে কৃমিমুক্তকরণ ও টিকা প্রদান
  • আনুষঙ্গিক

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

গরু হৃষ্টপুষ্টকরণের জন্য উপযোগী সঠিক বয়সের গরু নির্বাচন পদ্ধতি

দৈহিক অবস্থার মান দেখে গরু নির্বাচন করুন
দুই থেকে আড়াই বছর বয়সের গরু নির্বাচন করুন
গরুর গায়ের চামড়া পাতলা কিনা দেখে নিন
দাঁত দেখে নিশ্চিত হয়ে নিন
শরীরের মধ্যাংশ চৌকাণাকার আছে কিনা দেখে নিন
অবশ্যই সুস্থ গরু ক্রয় করুন
সুস্থ গরুর নাকের উপরটা সাধারণত ভেজা থাকে

গরু হৃষ্টপুষ্টকরণের জন্য দৈহিক অবস্থার মান ২-৩ সবচেয়ে ভালো

দৈহিক অবস্থার মান : ১
পিছনের হাড় খাড়াভাবে দৃশ্যমান
অংসের হাড় খাড়াভাবে দৃশ্যমান
শরীরের অন্যান্য হাড় দৃশ্যমান
বুকের হাড় পরিস্কারভাবে দৃশ্যমান
লেজের অংশ খুপরিকাটা

দৈহিক অবস্থার মান : ২
পিছনের হাড় দৃশ্যমান
অংসের হাড় দৃশ্যমান
বুকের হাড় হালকাভাবে দৃশ্যমান
লেজের অংশ সামান্য খুপরিকাটা

দৈহিক অবস্থার মান : ৩
পিছনের হাড় হালকাভাবে দৃশ্যমান
অংসের হাড় হালকাভাবে দৃশ্যমান
বুকের হাড় সামান্য দৃশ্যমান
লেজের অংশ খুপরিকাটা নয়

দৈহিক অবস্থার মান : ৪
অংসের হাড় দৃশ্যমান নয়
বুকের হাড় ঢাকা
লেজের অংশ হালকা মাংসল
শরীর চৌকোনাকার

দৈহিক অবস্থার মান : ৫
অংসের হাড়ে চর্বি দৃশ্যমান
বুকের হাড় হালকাভাবে ঢাকা
লেজের অংশ পুরো মাংসল
সমস্ত শরীর চর্বিতে স্ফীত

গায়ের চামড়া পাতলা

শরীরের মধ্যাংশ চৌকাণাকার