খামারগুরু

  • মহিষের খামার কেন করবেন?
  • মহিষের জাত পরিচিতি
  • মহিষের বাসস্থান নির্মাণ
  • মহিষ হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে করণীয়
  • ওজন ক্যালকুলেটরের মাধ্যমে মহিষের ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • মহিষের খাদ্য সরবরাহ
  • খাদ্য-পানি সরবরাহ প্রক্রিয়া
  • মহিষের চারিত্রিক বৈশিষ্টাবলী ও প্রজনন
  • মহিষের প্রধান প্রধান রোগ ও চিকিৎসা
  • রোগ প্রতিরোধে করণীয়

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

সারা বিশ্বে প্রায় ৭২ জাতের মহিষ রয়েছে, তবে গৃহপালিত দুটি জাত হচ্ছে

ওয়াটার/রিভার বাফেলো বা নদীর মহিষ
সোয়াম্প বাফেলো বা জলাভূমির মহিষ

বাংলাদেশের মূলত মহিষের স্বীকৃত কোন নির্দিষ্ট জাত নেই। তবে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত মহিষগুলোর অঙ্গসংস্থানের উপর ভিত্তি করে এদেরকে পাঁচভাগে ভাগ করা যায়।

পূর্বাঞ্চলের দেশজ মহিষ (জলাভূমির মহিষ)
পশ্চিমাঞ্চলের দেশজ মহিষ (নদীর মহিষ)
মধ্যাঞ্চলের দেশজ মহিষ (নদীর মহিষ)
দক্ষিণাঞ্চলের দেশজ মহিষ (জলাভূমির মহিষ)
বিদেশি সংকর
নদীর মহিষ ও জলাভূমির মহিষের বৈশিস্ট্য
জলাভূমির মহিষ
গায়ের রং ধুসর বা ধুসর-কালো রংয়ের হয়। অনেক সময় সাদা রংয়েরও হতে পারে
শিং চওড়া, লম্বা, অর্ধবৃত্তাকার এবং শরীরের বাইরের দিকে হয়
শরীরের পেছনের অংশ বেশি মাংসল হয় ও পেট বড় দেখা যায়
মুখ ছোট ও কপাল চ্যাপ্টা হয় এবং পরিস্কার চোখ ও প্রশস্ত মাজল দেখা যায়

নদীর মহিষ
গায়ের রং গাড়ো কালো বর্ণের হয়
শিং বাঁকানো হয়
শরীর বৃহদাকৃতির অর্থাৎ যথেষ্ট লম্বা-চওড়া হয়
দেহের আকার ত্রিভূজ আকৃতির হয়
এ জাতের মহিষের দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা বেশি বিধায় দুধ ও মাংস উৎপাদনে মূলত এ জাতের মহিষই ব্যবহৃত হয়