খামারগুরু

  • মহিষের খামার কেন করবেন?
  • মহিষের জাত পরিচিত
  • মহিষের বাসস্থান নির্মাণ
  • মহিষ হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে করণীয়
  • ওজন ক্যালকুলেটরের মাধ্যমে মহিষের ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • মহিষের খাদ্য সরবরাহ
  • খাদ্য-পানি সরবরাহ প্রক্রিয়া
  • মহিষের চারিত্রিক বৈশিষ্টাবলী ও প্রজনন
  • মহিষের প্রধান প্রধান রোগ ও চিকিৎসা
  • রোগ প্রতিরোধে করণীয়

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

মহিষের ঘর নির্মাণের ক্ষেত্রে যে সকল বিষয়াদি নিশ্চিত করা প্রয়োজন

চতুর্দিকে ফাকা রেখে শুধুমাত্র উপরে ছাউনি দিয়ে উদাম ঘর নির্মাণ করাই শ্রেয়
ছাউনি টিন, বাশ, সিমেন্ট সিট, ইট বা অন্য যে কোন উপযোগী জিনিস দিযে তৈরি করা যাবে
প্রয়োজনে পাকা বা আধা পাকা ঘরও তৈরি করা যেতে পারে
মহিষের ঘরে দেয়াল দিলে হাফ দেয়াল দিতে হবে এবং বাকি অর্ধেক ফাকা রাখতে হবে
মহিষের ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে
কোলাহল মুক্ত স্থানে ঘর নির্মাণ করতে হবে
দিনের বেলায় ঘরের কাছাকাছি গাছের ছায়ায় বেঁধে রাখার মতো ব্যবস্থা থাকা ভালো
পুরোপুরি ঘরে বেঁধে পালন করলে দিনে কমপক্ষে দুইবার গোসল করানোর ব্যবস্থা থাকতে হবে
ঘরে পর্যাপ্ত পরিমান পরিস্কার পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে
ঘরের মেঝে অমসৃণ করে পাকা করে দিতে হবে। সম্ভব না হলে ইট বিছিয়ে দিতে হবে
মহিষের ঘরে নিয়মিত মলমুত্র পরিস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে
ঘরের ডিজাইন ও নমুণা নির্দেশনা

উদাম ঘর

উদাম ঘরে প্রতিটি প্রাপ্ত বয়স্ক প্রাণীর জন্য ১০০ বর্গফুট ও প্রতিটি বাছুর বা কম বয়স্ক প্রাণীর জন্য ২০ বর্গফুট জায়গা ধরে ঘর নির্মাণ করতে হবে।

আবদ্ধ ঘর

নিম্নের নির্দেশণা অনুসরণ করতে হবে।

হৃষ্টপুষ্টকরণ মহিষ বা গাভীর ঘর

এখানে একটি প্রাণীর জন্য প্রয়োজনীয় স্থানের নির্দেশনা দেয়া আছে। ডানে বা বায়ে একই মাপে ঘরের সম্প্রসারণ করতে হবে

প্রসুতির ঘর

এই ঘরটি ১২০-১৬০ বর্গফুট হতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে

বাছুরের ঘর

প্রতিটি ২০ বর্গফুট জায়গা ধরে ৫-২০ টি বাছুর একসাথে রাখা যায় এমন ঘর নির্মাণ করা যায়
উন্নত ব্যবস্থাপনার ক্ষেত্রে তিন শ্রেনিতে ভাগ করে পালন করা যায়
    ৬ মাসের কম বয়সী (প্রতিটির জন্য ২০ বর্গফুট)
    ৬-১২ মাস বয়সী (প্রতিটির জন্য ৩০ বর্গফুট)
    ১ বছরের ঊর্ধে ((প্রতিটির জন্য ৫০-৬০ বর্গফুট)
প্রতিটি বাছুরের জন্য আলাদা আলাদা ঘরও নির্মান করা যেতে পারে
তবে বাছুরের ঘরে সবসময় খাদ্য ও পরিস্কার পানির সুব্যবস্থা থাকতে হবে

প্রজনন ষাঁড়ের ঘর

একটি ষাঁড় রাখার জন্য ১৫০ বর্গফুট (দৈর্ঘ্য=১৫ ফুট, প্রস্থ=১০ ফুট) জায়গার প্রয়োজন হবে

অসুস্থ প্রাণীর ঘর

এই ঘরটি অন্যান্য প্রাণীর ঘর থেকে দূরবর্তী স্থানে হতে হবে। ঘরের পরিমাপ হবে ১২০-১৫০ বর্গফুট

নির্জন ঘর

মূলত নতুন কোন প্রাণী বাইরে থেকে আনার পর সাথে সাথে অন্যান্য প্রাণীর সাথে না রেখে অন্তত এ সপ্তাহ আলাদা ঘরে রেখে তার কোন সমস্যা বা রোগ-বালাই আছে কিনা তা দেখা হয়
এই ঘরটি অন্যান্য প্রাণীর ঘর থেকে দূরবর্তী স্থানে এবং খামারে প্রবেশের কাছাকাছি স্থানে হতে হবে
এই ঘরের পরিমাপ হবে ১২০-১৫০ বর্গফুট

বহির্মুখী ঘর

অন্তর্মুখী ঘর

একমুখী ঘর