খামারগুরু

  • উপযুক্ত ছাগল নির্বাচন
  • সঠিক পরিকল্পনা প্রণয়ন
  • ছাগলের বাসস্থান নির্মান
  • ছাগলের ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • ছাগলের খাদ্যের পরিমান নির্ণয়
  • খাদ্য ব্যবস্থাপনার আনুষঙ্গিক
  • বয়সভিত্তিক পরিচর্যা
  • ছাগলের বিভিন্ন রোগ (লক্ষণ ও চিকিৎসা)
  • টিকা ব্যস্থাপনা
  • বিক্রয়

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

বাসস্থান
ছাগলের বাসস্থান অর্থাৎ ঘরের স্থান নির্মাণের জন্য উচুঁ জায়গা বেছে নিতে হবে
ঘর দক্ষিণমুখী করে পূর্ব-পশ্চিমে লম্বা করে তৈরি করা ভালো
বাঁশ, কাঠ, রড বা সিমেন্ট যে কোন কিছু দিয়ে ঘর তৈরি করা যেতে পারে
ঘরের ভিতর বাঁশ, কাঠ বা প্লাস্টিকের মাঁচা দিতে হবে। মাঁচা ১ সেঃ মিঃ ফাঁকা ফাঁকা হবে

রডের মাঁচা

প্লাস্টিকের মাঁচা

মেঝে থেকে মাঁচার উচ্চতা হবে ৪-৫ ফুট এবং মাঁচা থেকে ছাদের উচ্চতা হবে ৬-৮ ফুট, ঘরের চালা ৩-৪ ফুট ঝুলিয়ে দিতে হবে
ঘরের মেঝের মাঝ বরাবর উচু করে দু’পাশে ঢালু রাখতে হবে
শীতকালে ঘরের দেয়ালে চট ঝুলিয়ে দিতে হবে এবং মাঁচার উপর মোটা করে খড় বিছিয়ে দিতে হবে
প্রসবকালীন ঘর
বড় ঘরের ভেতরেই কাঠ, বাঁশ বা লোহার পাত দিয়ে ছোট করে ঘর বানাতে হবে

লোহার ঘর

কাঠের ঘর

এই ঘরগুলি লম্বা, চওড়া ও উচ্চতা দুই (০২) ফুট করে রাখলেই হবে
এরকম একটি ছোট ঘরে একটি ছাগী ও দুইটি বাচ্চা অথবা দুইটি ছাগী ও চারটি বাচ্চা অনায়াসে রাখা যাবে
ছোট ঘরগুলিতে মোটা করে পরিস্কার খড় বিছিয়ে রাখতে হবে
শীতকালে প্রতিটি ছোট ঘরে ১০০ ওয়াট এর একটি বাল্ব ঝুলিয়ে দিতে হবে

একটি ২০ X ১২ ফুট (দৈর্ঘ্য X প্রস্থ) ঘরে ২০-২৫ টি ছাগল অনায়াসে রাখা যায় (একটি ছাগলের জন্য দরকার হয় ১০ বর্গফুট)। যেখানে, উক্ত ঘরের ভেতর প্রয়োজনমাফিক ২-৪ টি প্রসবকালীন ছোট ঘর তৈরি করে নেয়া যায়।