| উপকরণ | পরিমান (কেজি/শতাংশ) |
|---|---|
| গুড়া দুধ | ৭০ গ্রাম |
| চাল/গম/ভুট্টার গুড়া (পাউডার) | ২০ গ্রাম |
| সয়াবিন তৈল | ০৭ মি:লি: |
| লবন | ০১ গ্রাম |
| ডিসিপি | ১.৫ গ্রাম |
| ভিটামিন মিনারেল প্রিমিক্স | ০.৫ গ্রাম |
| মোট | এক (০১) লিটার/১০০০ মি:লি: মিল্ক রিপ্লেসার |
১০০ মি:লি: মিল্ক রিপ্লেসার ৯০০ মি:লি: পানির সাথে মিশিয়ে (অনুপাত ১:৯) কমপক্ষে পাঁচ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে (অর্থাৎ কুসুম কুসুম গরম; তাপমাত্রা ৪০° সে:) ছাগল ছানাকে খাওয়াতে হবে।
| উপকরণ | পরিমান (কেজি/শতাংশ) |
|---|---|
| গমের ভুষি/কুড়া | ৩৫ |
| ভুট্টা/চাল/গমের গুড়া | ২২ |
| খেশারী/মাসকালাই | ২০ |
| সয়াবিন/তিল/সরিষা খৈল | ১০ |
| তিলের খৈল | ১০ |
| ডিসিপি | ১.৫ |
| লবন | ১ |
| ভিটামিন মিনারেল প্রিমিক্স | ০.৫ |
| মোট | ১০০ |