খামারগুরু

  • উপযুক্ত ছাগল নির্বাচন
  • সঠিক পরিকল্পনা প্রণয়ন
  • ছাগলের বাসস্থান নির্মান
  • ছাগলের ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • ছাগলের খাদ্যের পরিমান নির্ণয়
  • খাদ্য ব্যবস্থাপনার আনুষঙ্গিক
  • বয়সভিত্তিক পরিচর্যা
  • ছাগলের বিভিন্ন রোগ (লক্ষণ ও চিকিৎসা)
  • টিকা ব্যস্থাপনা
  • বিক্রয়

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি
খাসীর ৪-১২ মাস পর্যন্ত ওজন অনুযায়ী পরিমিত খাদ্য সরবরাহ করলেই বছরান্তে এদের ওজন হবে ২২-২৪ কেজি, এসময় এদেরকে বেচে দিন
প্রতিদিনের ওজন বৃদ্ধি যাচাইপূর্বক যদি নিয়মিতভাবে ওজন বাড়ছে এমন মনে হয় তবে অতিরিক্ত একমাস সময় বাড়ানো যেতে পারে
বাজারজাতকরণের সময় পূর্বে নির্ধারণ করে তদানুযায়ী পরে কার্যক্রম শুরু করুন