খামারগুরু

  • দেশী মুরগির জাত চেনা
  • বানিজ্যিক খামার নির্মাণে করণীয়
  • আলোক ব্যবস্থাপনা
  • বাচ্চা সংগ্রহ ও পরিবহন
  • বাচ্চা পালনে করনীয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • খাদ্য ও পানি ব্যবস্থাপনা
  • মুরগির প্রধান প্রধান রোগ
  • টিকাদান কর্মসূচি
  • আনুষঙ্গিক

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

মুরগির ঘরে আলোক ব্যবস্থাপনা

মুরগির ঘরে প্রথম সপ্তাহে ২৪ ঘন্টা এবং ২য় সপ্তাহ থেকে ৮-১০ সপ্তাহ পর্যন্ত ২৩ ঘন্টা করে আলো রাখতে হবে
তাপমাত্রা নিযন্ত্রণের নিয়মঃ ১ম সপ্তাহে ৩৫° সেলসিয়াস থেকে আস্তে আস্তে কমাতে কমাতে শেষ সপ্তাহে ২১° সেলসিয়াস এ নিয়ে আসা
সাধারণত প্রতি ১০ বর্গফুট জায়গার জন্য ৫ ওয়াট আলো প্রয়োজন অর্থাৎ ১০০ বর্গফুটের একটি ঘরের জন্য ৫০ ওয়াটের একটি বাল্বই যথেষ্ট
বড় ঘরের জন্য অর্থাৎ ৯০০-১০০০ বর্গফুট জায়গার জন্য ৫০ ওয়াটের ১০ টি বাল্বই যথেষ্ট

ডিমপাড়া মুরগির ক্ষেত্রে
প্রথম ২ সপ্তাহে ২৪ ঘন্টা এবং পরবর্তী প্রতি সপ্তাহে ১ ঘন্টা করে কমিয়ে ১৪তম সপ্তাহ থেকে ১২ ঘন্টা করে আলো দিতে হবে
বাড়ন্ত বয়সে অর্থাৎ ১৪-১৮ সপ্তাহে ১২ ঘন্টা করে আলো সরবরাহ করতে হবে
ডিম পাড়া শুরুর সময়ে অর্থাৎ ১৮ সপ্তাহের মধ্যে কাঙ্খিত ওজন আসলে আলোক ঘন্টা বাড়িয়ে ১৩ ঘন্টা করতে হবে এবং ২৫ সপ্তাহ বয়স পর্যন্ত প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে আলো বাড়াতে হবে
পঁচিশ (২৫) সপ্তাহ থেকে যতদিন ডিম দেয় ততদিন ১৬ ঘন্টা করে আলো দিতে হবে

বিঃদ্রঃ

দিনের আলোর সাথে কৃত্রিম আলো সরবরাহের সময় যোগ করে মোট আলোক ঘন্টা নিশ্চিত করতে হবে।

আলোক ঘন্টা বৃদ্ধি বা হ্রাস করার সময় এক সপ্তাহে দিনের শুরুতে পরবর্তী সপ্তাহে দিনের শেষে এভাবে বাড়াতে বা কমাতে হবে।

খেয়াল রাখতে হবে যেনো ১২ সপ্তাহের মধ্যে মুরগির ওজন আদর্শ ওজনের চেয়ে ৪০-৫০ গ্রাম বেশি হয় এবং ২১ সপ্তাহে ডিম উৎপাদন ৫০% নিশ্চিত হয়।

ঘরের তাপমাত্রা ১০-২৬° সেঃ এর মধ্যে রাখতে হবে কারণ ডিম পাড়ার আদর্শ তাপমাত্রা ১৫-২৩° সেঃ।


বড় ঘরের বাল্ব স্থাপনের নমুনা নির্দেশনা