স্থানীয় ভেটেরিনারিয়ানের পরামর্শ ও প্রত্যক্ষ সহায়তা নিয়ে খামার ও খামারের আশেপাশের এলাকায় যেসকল রোগ ঘটতে দেখা যায় সেসকল রোগ বিবেচনায় রেখে টিকা প্রদানের তালিকা তৈরি করতে হবে। তবে নিম্নোক্ত সম্ভাব্য সাধারণ টিকার তালিকা অনুসরণ করা যেতে পারে।
| টিকার নাম টিকার রং | মিশ্রণ পদ্ধতি | |
|---|---|---|
| টিকা প্রদানের বয়স ও দেয়ার পদ্ধতি | ||
| বিসিআরডিভি সবুজ | এক শিশি টিকা ১০০ ফোটা পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে | |
| ৭ দিনে ১ চোখে ১ ফোটা | ||
| গামবোরো (ডি-৭৮) সাদা | টিকার সাথে প্রাপ্ত পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে | |
| ১৪ দিনে ১ চোখে ১ ফোটা | ||
| বিসিআরডিভি সবুজ | এক শিশি টিকা ১০০ ফোটা পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে | |
| ২১ দিনে ১ চোখে ১ ফোটা | ||
| গামবোরো (ডি-৭৮) সাদা | টিকার সাথে প্রাপ্ত পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে | |
| ২৮ দিনে ১ চোখে ১ ফোটা | ||
| ফাউল পক্স খয়েরী বা ইটের রং | ৩ মিলি পরিশোধিত পানিতে মেশাতে হবে | |
| ৩০ দিনে ডানার চামড়ায় খুঁচিয়ে | ||
| আরডিভি সাদা | ১০০ মিলি পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে | |
| ৬০ দিনে; পুনরায় ৬ মাস পর পর রানের মাংসে ১ মিলি করে ইনজেকশন | ||
| ফাউল পক্স (বুষ্টার) খয়েরী বা ইটের রং | ৩ মিলি পরিশোধিত পানিতে মেশাতে হবে | |
| ৩০ দিনে ডানার চামড়ায় খুঁচিয়ে | ||
| ফাউল কলেরা সাদা তরল | তরল অবস্থায় পাওয়া যায় | |
| ৭৫ দিনে ও ৯০ দিনে; পুনরায় ৬ মাস পর পর বুকের চামড়ার নিচে ১ মিলি করে ইনজেকশন | ||
| আরডিভি সাদা | ১০০ মিলি লিটার পানিতে ১ ভায়াল গুলিয়ে | |
| ১০৫ দিনে রানের মাংসে ১ মিলি করে ইনজেকশনে | ||
| ইনফেকশাস ব্রংকাইটিস সাদা তরল | ২৫ লিটার পানিতে ১ ভায়াল গুলিয়ে | |
| ১১০ দিনে রানের মাংসে ০.৫ সিসি | ||