খামারগুরু

  • দেশী মুরগির জাত চেনা
  • বানিজ্যিক খামার নির্মাণে করণীয়
  • আলোক ব্যবস্থাপনা
  • বাচ্চা সংগ্রহ ও পরিবহন
  • বাচ্চা পালনে করনীয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • খাদ্য ও পানি ব্যবস্থাপনা
  • মুরগির প্রধান প্রধান রোগ
  • টিকাদান কর্মসূচি
  • আনুষঙ্গিক

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি

স্থানীয় ভেটেরিনারিয়ানের পরামর্শ ও প্রত্যক্ষ সহায়তা নিয়ে খামার ও খামারের আশেপাশের এলাকায় যেসকল রোগ ঘটতে দেখা যায় সেসকল রোগ বিবেচনায় রেখে টিকা প্রদানের তালিকা তৈরি করতে হবে। তবে নিম্নোক্ত সম্ভাব্য সাধারণ টিকার তালিকা অনুসরণ করা যেতে পারে।



টিকার নাম
টিকার রং
মিশ্রণ পদ্ধতি
টিকা প্রদানের বয়স ও দেয়ার পদ্ধতি
বিসিআরডিভি
সবুজ
এক শিশি টিকা ১০০ ফোটা পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে
৭ দিনে ১ চোখে ১ ফোটা
গামবোরো (ডি-৭৮)
সাদা
টিকার সাথে প্রাপ্ত পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে
১৪ দিনে ১ চোখে ১ ফোটা
বিসিআরডিভি
সবুজ
এক শিশি টিকা ১০০ ফোটা পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে
২১ দিনে ১ চোখে ১ ফোটা
গামবোরো (ডি-৭৮)
সাদা
টিকার সাথে প্রাপ্ত পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে
২৮ দিনে ১ চোখে ১ ফোটা
ফাউল পক্স
খয়েরী বা ইটের রং
৩ মিলি পরিশোধিত পানিতে মেশাতে হবে
৩০ দিনে ডানার চামড়ায় খুঁচিয়ে
আরডিভি
সাদা
১০০ মিলি পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে
৬০ দিনে; পুনরায় ৬ মাস পর পর রানের মাংসে ১ মিলি করে ইনজেকশন
ফাউল পক্স (বুষ্টার)
খয়েরী বা ইটের রং
৩ মিলি পরিশোধিত পানিতে মেশাতে হবে
৩০ দিনে ডানার চামড়ায় খুঁচিয়ে
ফাউল কলেরা
সাদা তরল
তরল অবস্থায় পাওয়া যায়
৭৫ দিনে ও ৯০ দিনে; পুনরায় ৬ মাস পর পর বুকের চামড়ার নিচে ১ মিলি করে ইনজেকশন
আরডিভি
সাদা
১০০ মিলি লিটার পানিতে ১ ভায়াল গুলিয়ে
১০৫ দিনে রানের মাংসে ১ মিলি করে ইনজেকশনে
ইনফেকশাস ব্রংকাইটিস
সাদা তরল
২৫ লিটার পানিতে ১ ভায়াল গুলিয়ে
১১০ দিনে রানের মাংসে ০.৫ সিসি

টিকা প্রদানে লক্ষণীয় ও করনীয় বিষয়সমুহ
টিকা পরিবহন ও সংরক্ষণের সময় তাপমাত্রা ২-৪° সে: এর মধ্যে রাখতে হবে। এজন্য বরফযুক্ত ঠান্ডা বক্স ব্যবহার করতে হবে এবং সংরক্ষণের সময় রেফ্রিজারেটরের নরমাল চেম্বার ব্যবহার করতে হবে, তবে ডিপফ্রিজে রাখা যাবে না
টিকা মিশ্রণের ১-২ ঘন্টা পূর্বেই পানি খাওয়ানো বন্ধ করতে হবে
টিকা মিশ্রণের ১ ঘন্টার মধ্যে তা ব্যবহার করতে হবে এবং দিনের ঠান্ডা সময়ে অর্থাৎ সকাল বা বিকালে টিকা দিতে হবে
প্রস্তুতকারীর নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র সুস্থ মুরগিকে জীবানুমুক্ত যন্ত্রপাতি দ্বারা টিকা দিতে হবে
ঘোলাটে, তলানিযুক্ত বা মেয়াদ উত্তীর্ণ টিকা ব্যবহার করা যাবে না এবং ব্যবহারের পর অবশ্যই টিকার বোতল পুড়িয়ে ফেলতে হবে
টিকা প্রদাণের সময় এন্টিবায়োটিক বা কোন প্রকার জীবানুনাশক ঔষধ ব্যবহার করা যাবেনা
সাবধানতা
একটি টিকা প্রদানের ৭ দিনের মধ্যে অন্য কোন টিকা দেয়া যাবে না
টিকা পানিতে মেশানোর সাথে সাথে তা ব্যবহার করতে হবে এবং পরবর্তী ব্যবহারের জন্য তা সংরক্ষণ করা যাবে না
টিকা ব্যবহারের সময় সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে
তরল নাইট্রোজেনে সংরক্ষিত টিকার ক্ষেত্রে নাইট্রোজেনের মাত্রা সব সময় ঠিক ছিল বা আছে কিনা তা বুঝে নিতে হবে
কিল্ড ভ্যাক্সিন ব্যবহারের সময় ফ্রিজ বা বাক্স থেকে বের করে তা ১৫-১৬° সে: এ আসার পর টিকা প্রয়োগ করতে হবে
চোখে টিকার ফোঁটা দেয়ার সময় ফোঁটাটি যেনো পুরোপুরি চোখের ভিতরে যায় এজন্য বাচ্চাটিকে কিছুক্ষণ ধরে রাখতে হবে
ইনজেকশন দিয়ে টিকা দেয়ার সময় প্রতি ১০০০ টি মুরগিকে টিকা দেয়ার পর সুঁচ পাল্টাতে হবে
এস.জি (সালমোনেলা গ্যালিনেরাম) টিকা দিতে হলে টিকা প্রয়োগের পূর্বের ৭ দিন ও পরের ১৪ দিন কোন প্রকার এন্টিবায়োটিক ব্যবহার করা যাবে না