ধরুন, ২০১৮ সালের জানুয়ারি মাসের এক তারিখ একটি বকনা বাছুর জন্মালো। জন্ম নেয়া এই গরুটির জীবনকালে পরিণত বয়সে বাচ্চা ধারন করা, হিটে আসা, দুধ দেয়ার সময়কাল এই সবই নিম্নের ক্যালেন্ডার অনুযায়ী হবে। এই ক্যালেন্ডার অণুসরণ করে আপনার খামারে জন্ম নেয়া বকনা বাছুরের প্রজনন ব্যবস্থাপনা (জন্ম তারিখ অনুসারে হিসাব করে) আপনি আপনার মতো করে বের করতে পারবেন।