এক লিটার মিল্ক রিপ্লেসার বানাতে প্রয়োজন হবে | |
---|---|
গুড়া দুধ | ৭০ গ্রাম |
চাল/গম/ভুট্টার গুড়া (পাউডার) | ২০ গ্রাম |
সয়াবিন তেল | ০৭ মিলি লিটার |
লবন | ১ গ্রাম |
ডিসিপি | ১.৫ গ্রাম |
ভিটামিন-মিনারেল প্রিমিক্স | ০.৫ গ্রাম | মোট= | এক (১) কেজি/ ১০০০ গ্রাম মিল্ক রিপ্লেসার |
বাছুরের খাওয়ার উপযোগী করার জন্য; ১০০ মিলি লিটার তৈরি মিল্ক রিপ্লেসার ৯০০ মিলি লিটার পানির (১০০ গ্রাম মিল্ক রিপ্লেসার + ৯০০ মি:লি: পানি= ১ লিটার) সাথে মিশিয়ে (অনুপাত ১:৯) কমপক্ষে পাঁচ মিনিট ফুটিয়ে, তারপর ঠান্ডা করে (কুসুম কুসুম গরম; তাপমাত্রা ৪০° সেঃ) বাছুরকে খাওয়াতে হবে।