ডেয়রি ফার্মের ঘর
নির্মাণের
জন্য দুই ধরণের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।
উদাম ঘর
উদাম ঘরে প্রতিটি প্রাপ্ত বয়স্ক প্রাণীর জন্য ১০০ বর্গফুট ও প্রতিটি বাছুর বা কম
বয়স্ক
প্রাণীর জন্য ২০ বর্গফুট জায়গা ধরে ঘর নির্মাণ করতে হবে।
আবদ্ধ ঘর
নিম্নের নির্দেশণা অনুসরণ করতে হবে।
একটি আদর্শ ডেয়রি ফার্মে কয়েক ধরনের ঘর থাকতে হয়।
গাভীর ঘর
এখানে একটি প্রাণীর জন্য প্রয়োজনীয় স্থানের নির্দেশনা দেয়া আছে।
ডানে বা
বায়ে একই মাপে ঘরের সম্প্রসারণ করতে হবে
প্রসুতির ঘর
এই ঘরটি ১২০-১৬০ বর্গফুট হতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচলের
ব্যবস্থা
থাকতে হবে
বাছুরের ঘর
প্রতিটি ২০ বর্গফুট জায়গা ধরে ৫-২০ টি বাছুর একসাথে রাখা যায় এমন
ঘর নির্মাণ
করা যায়
গরুর বাছুর
মহিষের বাছুর
উন্নত ব্যবস্থাপনার ক্ষেত্রে তিন শ্রেনিতে ভাগ করে পালন করা
যায়
৬ মাসের কম বয়সী (প্রতিটির জন্য ২০ বর্গফুট)
৬-১২ মাস বয়সী (প্রতিটির জন্য ৩০ বর্গফুট)
১ বছরের ঊর্ধে ((প্রতিটির জন্য ৫০-৬০ বর্গফুট)
প্রতিটি বাছুরের জন্য আলাদা আলাদা ঘরও নির্মান করা যেতে
পারে
তবে বাছুরের ঘরে সবসময় খাদ্য ও পরিস্কার পানির সুব্যবস্থা থাকতে
হবে
ষাঁড়ের ঘর
একটি ষাঁড় রাখার জন্য ১৫০ বর্গফুট (দৈর্ঘ্য=১৫ ফুট, প্রস্থ=১০
ফুট) জায়গার
প্রয়োজন হবে
অসুস্থ প্রাণীর ঘর
এই ঘরটি অন্যান্য প্রাণীর ঘর থেকে দূরবর্তী স্থানে হতে হবে। ঘরের
পরিমাপ হবে
১২০-১৫০ বর্গফুট
নির্জন ঘর
মূলত নতুন কোন প্রাণী বাইরে থেকে আনার পর সাথে সাথে অন্যান্য
প্রাণীর সাথে
না রেখে অন্তত এক সপ্তাহ আলাদা ঘরে রেখে তার কোন সমস্যা বা রোগ-বালাই আছে কিনা তা দেখা
হয়
এই ঘরটি অন্যান্য প্রাণীর ঘর থেকে দূরবর্তী স্থানে এবং খামারে
প্রবেশের
কাছাকাছি স্থানে হতে হবে
এই ঘরের পরিমাপ হবে ১২০-১৫০ বর্গফুট
বহির্মুখী
ঘর
অন্তর্মুখী
ঘর
একমুখী
ঘর