খামারগুরু

  • গাভী নির্বাচন
  • গাভী পরিচিতি
  • গরু ও বাছুরের ঘর নির্মাণ
  • ওজন ক্যালকুলেটরের মাধ্যমে ওজন নির্ণয়
  • মিল (খাবার) ক্যালকুলেটরের মাধ্যমে যথাযথ খাবার নির্ণয়
  • রেশন ক্যালকুলেটরের মাধ্যমে উপযুক্ত খাদ্য তৈরি
  • প্রজনন
  • প্রজনন ব্যবস্থাপনার নির্দেশিকা
  • পরিচর্যা
  • খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনা
  • দুধ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ
  • পাস্তুরাইজেশন ক্যালকুলেটর
  • রোগ প্রতিরোধে করণীয়

Rigg Technology © All rights reserved

  • মহিষ
  • গরু
  • দুগ্ধ খামার
  • ছাগল
  • মুরগি
রেড চিটাগাং গাভী
চোখের ভ্রু, মাজল (মুখের উপরাংশ), ক্ষুর, লেজের চুল, শিং; এই অংশগুলো লাল, হলুদাভ লাল বা লালচে রংয়ের হবে
সমস্ত শরীরও লালচে রংয়ের হবে
প্রতিদিন ৪-৬ লিটার দুধ দিবে
প্রতিবার গাভীকে কমপক্ষে ২৩০-২৪০ দিন (৮ মাস) দুধ দিবে
২.৫ থেকে ৩ বছর বয়সে প্রথম বাচ্চা দেয়। অনেক সময় ১৫ মাসেই বাচ্চা ধারন করে
পরবর্তী প্রতি বছর একটি করে বাচ্চা দেয়
জন্মের সময় বাচ্চার গড় ওজন হয় ১৫ কেজি

পাবনার দুধালো গাভী
চোখের ভ্রু ও চারপাশ, মাজল (মুখের উপরাংশ), ক্ষুর, লেজের চুল, শিং; এই অংশগুলো কালো রংয়ের হবে
ঘাড়ে, গলায় ও পায়ে কালো রংয়ের প্রলেপ থাকবে এবং বাকি সমস্ত শরীর লাল বা ধূসর লাল রংয়ের হবে
প্রতিদিন ৪-৮ লিটার দুধ দিবে। সর্বোচ্চ ১২ লিটার দুধও প্রদান করে
প্রতিবার গাভীকে কমপক্ষে ২৪০-২৬০ দিন (প্রায় ৯ মাস) দুধ দিবে
৩.৫ থেকে ৪ বছর বয়সে প্রথম বাচ্চা দেয়
পরবর্তী প্রতি ১৪-১৫ মাসে একটি করে বাচ্চা দেয়
জন্মের সময় বাচ্চার গড় ওজন হয় ১৮-২০ কেজি

মুন্সিগঞ্জের সাদা গাভী
চোখের ভ্রু ও চারপাশ, মাজল (মুখের উপরাংশ), ক্ষুর, লেজের চুল, শিং; এই অংশগুলো সাদাটে বা ঈষৎ লাল
শরীরের প্রায় সমস্ত অংশই সাদা রংয়ের।তবে কিছু কিছু অংশে কাজলা রংয়ের ছোপ থাকতে পারে
প্রতিদিন ৪-৬ লিটার দুধ দিবে। সর্বোচ্চ ১২ লিটার দুধ প্রদান করতে সক্ষম
প্রতিবার গাভীকে কমপক্ষে ২৪০-২৬০ দিন (প্রায় ৯ মাস) দুধ দিবে
৩.৫ থেকে ৪ বছর বয়সে প্রথম বাচ্চা দেয়
পরবর্তী প্রতি ১৪-১৫ মাসে একটি করে বাচ্চা দেয়
জন্মের সময় বাচ্চার গড় ওজন হয় ১৫ কেজি

উত্তর বঙ্গের ধূসর গাভী
চোখের ভ্রু ও চারপাশ, মাজল (মুখের উপরাংশ), ক্ষুর, লেজের চুল; এই অংশগুলো কালো রংয়ের হয়
মেরুদন্ড বরাবর কালো আভা বা দাগ থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে ষাড় গরুর কুজের ও ঘাড়ের অংশে কালো আভা দেখা দেয়
শরীরের রং ধূসর থেকে গাঢ় ধূসর অথবা হালকা ধূসর থেকে সাদাটে রংয়ের হয়
প্রতিদিন ২-৩ লিটার দুধ দিবে। সর্বোচ্চ ৫-৬ লিটার দুধ দিতে সক্ষম
প্রতিবার গাভীকে কমপক্ষে ২৪০-২৬০ দিন (প্রায় ৯ মাস) দুধ দিবে
৩.৫ থেকে ৪ বছর বয়সে প্রথম বাচ্চা দেয়
পরবর্তী প্রতি ১৪-১৫ মাসে একটি করে বাচ্চা দেয়
জন্মের সময় বাচ্চার গড় ওজন হয় ১৫ কেজি